একটি স্বপ্ন, কিছু মানুষের অদম্য ইচ্ছাশক্তি, আর অগণিত প্রতিকূলতার ভেতর দিয়েই আমাদের এই প্রিয় শিক্ষালয়ের পথচলা শুরু।
যেখানে একদিন শিক্ষা ছিল শুধু স্বপ্ন, সেই জায়গাতেই আলোর প্রদীপ জ্বালাতে এগিয়ে আসেন এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তি। নিজস্ব জমি না থাকলেও, ভবনের অভাব থাকলেও, শিক্ষক-শিক্ষিকা মেলে ধরা হয়েছিল ভালোবাসা আর দায়িত্ববোধের হাত। অল্প কিছু বেঞ্চ, কয়েকটি বই, আর অসীম মনোবল নিয়ে সালে শুরু হয় এই বিদ্যালয়ের প্রথম পাঠদান।
প্রথমদিকে অভিভাবকদের আস্থার অভাব ছিল, শিক্ষার্থীর সংখ্যাও ছিল কম। কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিকতা, সময়োপযোগী পাঠদান ও নিয়মশৃঙ্খলা এলাকার মানুষের মন জয় করতে শুরু করে। ধীরে ধীরে বিদ্যালয়টি পরিণত হয় এলাকার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে।
আজ আমাদের গর্ব, এই বিদ্যালয় থেকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে অসংখ্য সফল মানুষ। কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ প্রশাসনের দায়িত্বে—সবাই আজ তাঁদের শেকড়ের কথা গর্ব করে বলেন।
আমাদের শিক্ষকবৃন্দ কেবল শ্রেণিকক্ষে শিক্ষাদান করেন না, তাঁরা প্রতিটি শিক্ষার্থীর মানসিক ও নৈতিক বিকাশে এক নিবেদিতপ্রাণ অভিভাবক। ছাত্র-ছাত্রীরা শুধু ভালো ফলাফলই করে না, তারা মানুষ হিসেবে গড়ে ওঠে—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
বিদ্যালয়ের পাঠদান, সহপাঠ কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়ে তৈরি হয়েছে এক জীবনমুখী শিক্ষার পরিবেশ। বিদ্যালয় প্রাঙ্গণেই শিক্ষার্থীরা শিখে নেয় জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার শক্তি।
এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি আমাদের ভালোবাসা, আত্মত্যাগের ফল, এবং একটি আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এক আশ্রয়স্থল।
